3সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু আশরাফ বাহিনীর প্রধান ও ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশরাফ ওরফে রাঙা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। রোববার ভোর রাত ৩টার দিকে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্র্ধষ বনদস্যু আশরাফ খুলনা, সাতক্ষীরা, আশাশুনিসহ বিভিন্ন এলাকায় দস্যুতা করতো। আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক আশরাফ হোসেন, কনস্টেবল ছলিমুল্লাহ ও কনস্টেবল মিলন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, ভোর রাতে সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের পেট্রোল পার্টি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আশরাফ বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে আশরাফ ওরফে রাঙা নিহত হয়। তিনি জানান, আশরাফের বিরুদ্ধে ২০টি দস্যুতার মামলা রয়েছে। এছাড়া সে একটি মামলার ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।