index
‘বিপ্লব’ চালিয়ে যাওয়ার আহ্বান মুরসির

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি শনিবার আদালতের কাঠগড়া থেকে তার সমর্থকদের ‘বিপ্লব’ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারি অভিযানের মুখে মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন যখন স্তিমিত হয়ে এসেছে তখন তিনি এ আহ্বান জানালেন। জেল ভেঙে পলায়ন ও পুলিশের ওপর আক্রমণ সংক্রান্ত অভিযোগে মুরসির বিচার চলাকালে এই আহ্বান জানানো হলো। এদিকে অন্য একটি আদালত ছয় পুলিশ কর্মকর্তাকে ২০১১ সালে হোসনি মোবারক বিরোধী আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছে। অপরদিকে বন্দুকধারীরা একজন জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে, যিনি মুরসির মুসলিম ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরির কাজে যুক্ত ছিলেন। গত জুলাই মাসে ক্ষমতায় আসার ঠিক এক বছরের মাথায় সামরিক বাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মুরসি সমর্থকদের ওপর ব্যাপক দমন অভিযানে এ পর্যন্ত ১৪ শতাধিক লোক নিহত হয়েছে। এরপরও মুরসি সমর্থকরা প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রেখেছে। তবে এ বিক্ষোভের মাত্রা ধীরে ধীরে কমে আসছে। এএফপি।