111২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি। দিনটা পৃথিবীর শেষ দিন। এদিন ধ্বংস হয়ে যাবে সবকিছু এমনটাই বিশ্বাস করতেন দুর্ধর্ষতম জলদস্যু নর্স ভাইকিং গোষ্ঠীর মানুষেরা। কিন্তু  সকল বিতর্কের অবসান ঘটিয়ে পৃথিবী টিকে আছে তার স্বমহিমায়।

জর্ভিক ভাইকিং সেন্টারের ভবিষ্যৎ বক্তারা বাণী দিয়েছিলেন, লন্ডনে অনুষ্ঠিত হওয়া ৩০তম জর্ভিক ভাইকিং উৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ধ্বংসের সূচনা হবে। এ সময় একটি প্রাচীন শিঙার শব্দ শোনা যাবে। গত বছর ১৫ নভেম্বর নেভিগেশন ইয়র্ক জুড়ে এই শব্দ শোনা গিয়েছিল বলে দাবি করে জর্ভিক ভাইকিং সেন্টার।

নর্স পুরানে বলা আছে, ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি আসবে মহা প্রলয়, পৃথিবী নিমজ্জিত হবে সমুদ্রে। তবে কিংবদন্তিতে শুধু ধ্বংসের নয়, বিশ্ব নতুনভাবে সৃষ্টির এবং উত্থানের কথাও বলে হয়েছে। সেখানে দুটি মানুষের পৃথিবীতে বেঁচে থাকার উল্লেখ রয়েছে।