thai_45679
গোলাগুলিতে প্রকম্পিত থাই রাজধানী

অজ্ঞাত বন্দুকধারীদের গোলাগুলিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক কেঁপে উঠেছে। বন্দুকধারীরা সরকারবিরোধী বিক্ষোভকারীদের কয়েকটি বিক্ষোভ এলাকা লক্ষ্য করে প্রচুর সংখ্যক গুলি ছোড়ে। এতে রাজধানী জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অপরদিকে দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা মঙ্গলবার থাই এয়ারফোর্স সদর দফতরে ক্যাবিনেট মিটিং করে দ্রুত গাড়িতে করে ব্যাংকক ত্যাগ করেন।পুলিশ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা বুধবার সকালের দিকে ব্যাংককের তিনটি এলাকায় এলোপাতাড়িভাবে প্রায় এক ঘণ্টা ধরে গুলি ছোড়ে। ওই এলাকায়গুলোয় বিক্ষোভকারীরা ক্যাম্প করে অবস্থান নিয়েছে। তবে গোলাগুলিতে কেউ আহত হয়নি বলে পুলিশ জানায়।

থাইল্যান্ডের ডেপুটি পুলিশ মুখপাত্র এএফপিকে বলেন, কোন পক্ষ গুলি ছুড়েছে তা আমাদের জানা নেই। তবে ভয়ভীতি দেখানোই এর মূল লক্ষ্য ছিল।

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তার পদত্যাগের দাবিতে তীব্র চাপে আছেন কারণ বিক্ষোভকারীরা দেশটির দুর্নীতি ও টাকার রাজনীতির সংস্কৃতি মোকাবেলায় একটি অনির্বাচিত পিপলস কাউন্সিলের দাবি করে আসছে।