bpl--20140226090959_72633
বিপিএল: স্পট ফিক্সিংয়ের রায় আজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর স্পট ফিক্সিংয়ের রায় আজ বুধবার ঘোষণা করা হবে। রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। আজ রায়ের সারসংক্ষেপ জানানো হবে। এর মধ্য দিয়ে জানা যাবে বিপিএল ফিক্সিংয়ে কে বা কারা জড়িত ছিলেন। তবে পূর্ণাঙ্গ রায় জানা যাবে বৃহস্পতিবার।
বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ গড়াপেটার দায়ে বিপিএলের দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসের নয় ক্রিকেটার ও কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ১৩ আগস্ট অভিযোগ আনে আইসিসি। এরপর গত ২৪ নভেম্বর বিপিএলে স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়।
দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত ৯ অভিযুক্তরা হলেন- ঢাকা গ্ল্যাডিয়েটরসের মোহাম্মদ আশরাফুল, পেসার মাহবুব আলম রবিন, স্পিনার মোশাররফ রুবেল, বোলিং কোচ মোহাম্মদ রফিক। আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে অভিযোগ উঠে লোকুয়ারাচ্চি ও ড্যারেন স্টিভেনসের নামে। এছাড়া রয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের চেয়ারম্যান সেলিম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী ও প্রধান নির্বাহী গৌরব রাওয়াত। এরই মধ্যে দলের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।