imagesবিপুল পরিমাণ অস্ত্র কেনার পরিকল্পনা করেছে জাপান। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশি দেশ চীন।

কয়েক দশকের নিষেধাজ্ঞার পর জাপান এ অস্ত্র কিনতে যাচ্ছে। তবে দেশটি এমন সময় বিপুল পরিমাণ অস্ত্র কিনতে যাচ্ছে যখন প্রতিবেশি চীনের সঙ্গে সমুদ্রসীমা ও বিমান প্রতিরক্ষা অঞ্চল নিয়ে তীব্র টানাপড়েন চলছে।

জাপানের অস্ত্র কেনা সম্পর্কে এক প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, জাপানের অভ্যন্তরীণ রাজনীতি ঠিক না করে অস্ত্র আমদানির ওপর থেকে বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিল করাটা সত্যিই উদ্বেগের বিষয়।

তিনি বলেন, জাপানের উচিত তার প্রতিবেশি দেশগুলোর এ উদ্বেগ আমলে নেয়া। এছাড়া জাপান ইতিহাস থেকে শিক্ষা নেবে বলেও আশা করেন চীনা মুখপাত্র।

জাপান নিজেই কয়েক দশক ধরে অস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল কিন্তু জাতীয়তাবাদী নেতা শিনজো অ্যাবে ক্ষতমতায় আসার পর কিছুদিন আগে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।