12
যুদ্ধবিরতির আহ্বান টিটিপি’র প্রত্যাখ্যান

নিঃশর্তভাবে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান প্রত্যাখান করেছে তেহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি)। আজ মঙ্গলবার টিটিপি মুখপাত্র শহীদুল্লাহ শহীদ জানিয়েছেন, পাকিস্তান সরকারই প্রথম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আর তাই সরকারকেই এটি শেষ করতে হবে।

তালেবান মুখপাত্র টিটিপির শীর্ষ পর্যায়ের কমান্ডার আসমতুল্লাহ শাহিনের হত্যাকাণ্ডের জন্য সরকারি গোয়েন্দা সংস্থাগুলিকে দায়ী করেন। তিনি বলেন, ইতোমধ্যেই টিটিপির বেশ কয়েকজন নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এতে সরকারি গোয়েন্দাদেরই হাত রয়েছে। তিনি একে ড্রোনের বিকল্প বলে উল্লেখ করে বলেন, তারা স্থল ড্রোনের শিকার হচ্ছেন।

সম্প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপি প্রতিনিধিদলের শান্তি আলোচনা শুরু হয়। কিন্তু চলতি মাসের মাঝামাঝি তালিবানদের হাতে ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হলে এই শান্তি আলোচনা ভেস্তে যায়। এরপরেই পাকিস্তান সরকার তালেবানদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। এই হামলায় এখনও পর্যন্ত প্রায় একশ জন তালেবান সেনা নিহত হয়েছে।