12857_lead
শেখ আফিলের গাড়িতে দলীয় কর্মীদের হামলা

যশোরে এবার নিজ দলের কর্মী সমর্থকদের হাতে লাঞ্চিত হলেন শেখ আফিল উদ্দিন।  নেতাকে না পেয়ে দলের বিক্ষুব্ধ কর্মীরা তার গাড়িতে হামলা ভাংচুর করেছে। এতে তার প্রাডো গাড়ির পেছনের গ্লাস ভেঙ্গে গেছে। তবে শেখ আফিল উদ্দিন অক্ষত আছেন। ঝিকরগাছা শহরে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থী মনিরুল ইসলাম ও মুসা মাহমুদের সমর্থকদের মধ্যে বোমা-গুলির লড়াই হয়। বৃহস্পতিবার এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ আফিলউদ্দিন বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েও এখনও শপথ নিতে পারেননি। নির্বাচনী প্রচারণায় ক্যাসেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় এই সাবেক সংসদ সদস্যকে নিয়ে দেশব্যাপী বিতর্কের ঝড় ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে ঝিকরগাছা শহরের কৃষ্ণনগর কাটাখাল এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুসা মাহমুদ ও মনিরুল ইসলাম সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় দু’পক্ষই দা, কুড়াল, হকিস্টিক, বোমা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। বোমা-গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। প্রার্থী মনিরুল ইসলাম জেলা আওয়ামী লীগ সমর্থিত। আর মুসা মাহমুদ একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থী।