1393484715.সিরিয়ার সরকারী বাহিনী রাজধানী দামেস্কের পুব শহরতলীতে অ্যামবুশ পেতে অসংখ্য ইসলামী বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সিরিয়ার সরকারী সংবাদ মাধ্যম নিহতের সংখ্যা ১৭৫ বলে জানিয়েছে। ওদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পুব ঘাউতা অঞ্চলে যুদ্ধে প্রায় ৭০ জন নিহত হয়েছেন বলে খবর এসেছে তাদের কাছে। অবজারভেটরি আরো জানায়, বিদ্রোহীদের বিভিন্ন উপদলের মধ্যকার যুদ্ধে এ বছর প্রায় ৩,৩০০ মানুষ মারা গেছেন। অবজারভেটরি জানিয়েছে, ‘একদিকে দ্য ইসলামিক স্টেট অব ইরাক ও দ্য লিভান্ট এবং অন্যদিকে ইসলামী ও অন্য দলগুলোর মধ্যে ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ৩,৩০০-এর মতো মানুষ মারা গেছেন। গাড়িবোমাসহ অন্যান্য বোমা বিস্ফোরণ, আত্মঘাতী বোমা হামলা এবং যুদ্ধে এসব মৃত্যু ঘটেছে।’উল্লেখ্য, দামেস্ক শহরের বাইরে কয়েকটি গ্রামীণ শহর নিয়ে গঠিত পুব ঘাউতাকে বিদ্রোহীদের শক্ত একটি ঘাঁটি বলে গণ্য করা হয়। সরকারী বাহিনী গত বছর এ এলাকায় রাসায়নিক অন্ত্র ব্যবহার করেছিলো বলে অভিযোগ রয়েছে। কিছু কিছু যুদ্ধবিশ্লেষক মনে করছেন, এ স্থানে বুধবার সকালে সেনাবাহিনী পরিচালিত এ আক্রমণের ফলে দামেস্কের উপর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিয়ন্ত্রণকে আরো শক্তিশালী করতে পারে। লেবাননের হিজবুল্লাহ\’র আল-মানার টেলিভিশন জানায়, বিদ্রোহী যোদ্ধারা পুব ঘাউতা থেকে পালিয়ে দেরা শহর বা কালামাউন পাহাড়ের যোদ্ধাদের সঙ্গে মিলে যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে সিরিয়ার সরকারী টেলিভিশন জানায়, ‘তথ্যের উপর ভিত্তি করে যথার্থ অ্যামবুশ পেতে আমাদের সাহসী সেনাবাহিনী অসংখ্য সন্ত্রাসীকে হত্যা করেছে যাদের বেশিরভাগই সিরিয় নয়।’২০১১ সালের মার্চে শুরু হওয়া সিরিয়ার এই গৃহযুদ্ধে এ পর্যন্ত ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন, জীবন বাঁচাতে বসতভিটে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কয়েক লাখ মানুষ।