amu_72986
রহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নির্দেশ শিল্পমন্ত্রীর

রহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। আমির হোসেন আমু আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভাপতি।
ধর্মকে ব্যবহার করে যারা বিভিন্ন সন্ত্রসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের অর্থের উৎস খুঁজে বের করা হবে জানিয়ে আমু বলেন, বাংলাদেশ থেকে মায়ানমারে সার পাচার হচ্ছে। আর সেখার থেকে পচা সার আসছে। এটা রোধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এখনো সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে উল্লেখ করে আমু বলেন, বৈঠকে এ সংক্রান্ত বিষয়ে আরো সচেতন হতে নির্দেশ দেয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনা সম্পর্কে শিল্পমন্ত্রী বলেন, হাইওয়েতে হাট-বাজার বসার কারণে দুর্ঘটনা হচ্ছে। এসব বন্ধে মোবাইল কোট বসানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিদেশ থেকে যাতে মাদকদ্রব্য বাংলাদেশে না আসতে পারে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।