obama-warns-russia-against-crimea-invasion

ওয়াশিংটন, ১ মার্চ : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেনে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের জন্য রাশিয়াকে ‘মূল্য’ দিতে হবে বলে সতর্কবানী করেছেন। তিনি বলেন, ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার সামরিক তৎপরতার খবরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেশটির ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েন করেছে বলে অভিযোগ করেছেন। একইসঙ্গে মস্কোর বিরুদ্ধে কিয়েভে ‘সশস্ত্র সংঘাতের’ উস্কানি দেয়ারও অভিযোগ এনেছেন।

শুক্রবার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে আকস্মিকভাবে উপস্থিত হয়ে বক্তৃতাকালে ওবামা ‘সংযম’ প্রদর্শনের জন্য ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্টের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন গভীর অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে যা ইউক্রেন, রাশিয়া বা ইউরোপের স্বার্থ সংশ্লিষ্ট নয়।’ তিনি বলেন, ‘এটা যে প্রকৃতপক্ষেই হস্তক্ষেপ তা ইউক্রেনের জনগণ অবশ্যই উপলব্ধি করবেন। এটা ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমানা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের রাশিয়ার অঙ্গীকারের সুস্পষ্ট লংঘন।’ তিনি বলেন, ‘অলিম্পিকের জন্য রাশিয়ায় বিশ্ববাসীর আগমনের মাত্র কয়েক দিনের মাথায় তাদের কর্মকান্ডের জন্য দেশটির কপালে নিন্দা জুটলো।’ ওবামা বলেন, ইউক্রেনে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ হলে তার জন্য মূল্য দিতে হবে এবং এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকবে। তবে যুক্তরাষ্ট্র কি ধরণের পদক্ষেপ নিতে পারে সে ব্যাপারে তিনি কিছু বলেননি। এদিকে মস্কোর সঙ্গে গভীর বাণিজ্য চুক্তি প্রত্যাহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাশিয়ায় আয়োজিত জি-৮ সম্মেলন বর্জনের কথাও ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন রিপাবলিকান মাইক রজার্স বলেন, রাশিয়ার সামরিক বাহিনী ক্রিমিয়ান উপদ্বীপ নিয়ন্ত্রণ করছে।

[youtube_video id=”kpS4BXif_Sw”]

হোয়াইট হাউস জানায়, ইউক্রেনের নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন এবং ইউক্রেনের ‘সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও ভবিষ্যত গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের’ কথা পুনরায় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনুককে ফোন করেন। ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেসানদার তুরচেনভ শুক্রবার এক টেলিভিশন ভাষণে বলেন, মস্কো চায়, ইউক্রেনের নতুন সরকার উস্কানির প্রতিক্রিয়া দেখাক যাতে তারা ক্রিমিয়ার দখল নিতে পারে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের প্রতি উস্কানি বন্ধ করে আলোচনা শুরু করার আহবান জানান।