8ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিক ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, ক্রিমিয়া’র মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ অধিকাংশের পক্ষে থাকতে না পারায় আমি দুঃখিত। রাশিয়ার রাষ্ট্রদূত আলোকজান্ডার নিকোলাভ বাংলাদেশকে ধন্যবাদ দেয়ার একদিন পর আজ এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান মজিনা। মজিনা বলেন, ভোটটি এই কারণে গুরুত্বপূর্ণ ছিল যে এর মাধ্যমে আন্তর্জাতিক কমিউনিটি রাশিয়ার ক্রাইমিয়া দখলকে পত্যাখ্যান করেছে। যারা অধিকাংশের পক্ষে যায়নি তাদের বিষয়ে যুক্তরাষ্ট্র হতাশ বলেও উল্লেখ করেন মজিনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় দ্বিপক্ষীয় স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করতে। উল্লেখ্য, ক্রাইমিয়া ইস্যুতে পশ্চিমা দুনিয়া কিংবা রাশিয়া কারও পক্ষেই যায়নি বাংলাদেশ। জাতিসংঘের ভোটভুটিতে অংশ নিলেও কোন পক্ষেই ভোট দেয়নি বাংলাদেশ। গত ২৮শে মার্চ এ ইস্যুতে নিউইয়র্কে ভোট গ্রহণ করা হয়। মোট ১০০ ভোট প্রস্তাবের পক্ষে, ১১ ভোট বিপক্ষে এবং ৫৮টি দেশের ভোট নিরপেক্ষ ছিল।