2
ছাত্রলীগের নির্যাতনে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতনে এক শিক্ষার্থী মারা গেছে। নিহত শিক্ষার্থীর নাম সাদ ইবনে মমতাজ। সে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর ছাত্র। নিহতের বন্ধুরা জানান, শ্রেণী প্রতিনিধি নির্বাচন নিয়ে ছাত্রলীগের কয়েক নেতার সঙ্গে সাদের বিরোধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে শিবির কর্মী হিসেবে চিহিৃত করার চেষ্টা করে ওই ছাত্রলীগ নেতারা। সোমবার রাতভর তাকে আশরাফুল হক হলে আটকে রেখে রড, লাঠি ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারপিট করে ছাত্রলীগের নেতারা। মঙ্গলবার সকাল দশটার দিকে সাদের বন্ধুরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ শহরের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ওই ক্লিনিকের ম্যানেজারসহ তিনজনকে আটক করে। এঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের কাউকে আটক করা হয়নি। হত্যাকান্ডের বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নিহত সাদের গ্রামের বাড়ি রাজশাহী শহরে। সে ছাত্রলীগের হল কমিটির সাংগঠনিক সম্পাদক।