1
জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হবে: এডিবি

গত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছরে (২০১৩-১৪) জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী অর্থবছরেই প্রবৃদ্ধি ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। আগামী বছর প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ শতাংশ। মঙ্গলবার এডিবির প্রকাশিত প্রান্তিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ম্যানিলায় অবস্থিত এডিবির প্রধান কার্যালয় থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিকালে এডিবির আবাসিক অফিস বাংলাদেশ সংক্রান্ত্র প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এতে বলা হয়েছে, ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতায় দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা দুর্বল হয়ে পড়েছে। বিনিয়োগকারীদের আস্থায় ফাটল ধরায় বিনিয়োগ কম হয়েছে। অন্যদিকে একই সময়ে বর্হিবিশ্ব থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহও কমে গেছে। রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বছরের বাকি সময়গুলোতে রফতানি আয়ও কমতে পারে।