2
বিজেপি ঠেকাতে সিপিএমকে আহ্বান কংগ্রেসের

এবার লোকসভা নির্বাচনের পর ১৯৯৬ সালের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই নির্বাচনের পর বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে ধর্মনিরপেক্ষ সরকার গড়তে সিপিএমের এগিয়ে আসা উচিত।’ অতিসম্প্রতি কেরলের তিরুবান্ত্রাপুরমে দলীয় সভায় এই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি।

এ কে অ্যান্টনি বলেন, ‘১৯৯৬ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল। কিন্তু ধর্মনিরপেক্ষ সরকার গড়ার লক্ষ্যে কংগ্রেস দেবিগৌরাকে সমর্থন করেছিল। তার নেতৃত্বে বিজেপিকে বাদ রেখে ভারতে সরকার হয়েছিল। এবার সিপিএমের সেটাই করা উচিত।’

অ্যান্টনি পশ্চিমবঙ্গের মমতা বানার্জি এবং তামিলনাডুর জয়ললিতার প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘প্রয়োজনে বিজেপিকে দূরে রাখতে কংগ্রেস আঞ্চলিক বৃহত্তম দলকেও সমর্থন করতে পারে।’

উল্লেখ্য, নির্বাচন-পূর্ববর্তী সমীক্ষাগুলোতে মমতা বানার্জির তৃণমূল কংগ্রেসকে তৃতীয় বৃহত্তম দল হিসেবে চিহ্নিত করেছে।

এ প্রসঙ্গে সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেছেন, ‘নির্বাচনের পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।’

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, ‘বিজেপিকে দূরে রাখতে ২০০৪ সালের মতো নির্বাচনের পর বাইরে থেকে কংগ্রেসকে সমর্থন করতে পারে সিপিএম।’