[liveblog] আগামীকাল এইচএসসি পরীক্ষা শুরু

আগামীকাল এইচএসসি পরীক্ষা শুরু

দৈনিক বার্তা- ঢাকা, ২ এপ্রিল, ২০১৪  : চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে শুরু হচ্ছে। চলতি বছরে ৮ হাজার ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬ হাজার ২৯৩ জন পুরুষ এবং ৫ লাখ ৩৫ হাজার ৮১ জন মহিলা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৭৯৩ জন বৃদ্ধি পেয়েছে। প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।