1
বুধবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার কোর্টরোড সড়কের পার্শ্বে সরকারী আইনজীবী (পিপি) ও আওয়ামীলীগ নেতার বাড়িতে আগুন লাগিয়ে দিলে তিনটি বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে কমপক্ষে ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অপরদিকে পশ্চিম পাড়ায় চাঁদা না পেয়ে আবু তাহের মিয়ার বাড়িতে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস না থাকার কারণে এলাকাবাসী দু’ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর জনমনে আতংক বিরাজ করছে। জানা যায়, উপজেলার সরকারী আইনজীবী (পিপি) ও আওয়ামীলীগ নেতা এডভোকেট সুজিত দেব সন্তানের অসুস্থতার কারণে চিকিৎসার জন্য পরিবার পরিজন নিয়ে ঢাকায় যায়। ফাঁকা বাড়িতে কে বা কারা ভোর রাতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে আগুন লাগার খবর পেয়ে এলাকার লোকজন ঘুম থেকে উঠে আগুন নিভাতে নেমে পড়ে। এলাকাবাসীর প্রায় দু’ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিভাতে গিয়ে কমপক্ষে ৫জন আহত হয়। এদিকে উপস্থিত জনতা নবীনগরে ফায়ার সার্ভিসের দাবীতে তাৎক্ষনিক বিক্ষোভ করে বলেন, বিগত দিনে নবীনগরে একের পর এক আগুনে বাজারসহ কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। এদিকে একই রাতে দাবীকৃত চাঁদা না পাওয়ায় পুনরায় সদরের পশ্চিম পাড়ার আবু তাহের মিয়ার ছেলে বিল্লাল মিয়ার মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী ও এএসপি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।