প্1রথম নির্বাচনী যুদ্ধে নেমেই আইনের প্যাঁচে জড়িয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের  উত্তর ২৪ জেলার বারাসাতের বিজেপি প্রার্থী যাদুকর পিসি সরকার জুনিয়র। কয়দিন আগে বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। বারাসতে একের পর এক ধর্ষণের ঘটনায় সরকার তথা শাসক দলের বিরুদ্ধে সুর জোরালো করতে গিয়ে এক সময় পিসি সরকার নাম না নিয়ে শাসক দলের প্রার্থীকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি ওনাকে বা ওনাদের ধর্ষণ করা হতো, তাহলে ওনারা কি বলতেন।
পার্ক স্ট্রিট কান্ডের সাফাই দিতে গিয়ে নির্যাতিতাকেই কাঠগড়ায় তুলেছিলেন বারাসতের সংসদ সদস্য কাকলি ঘোষদস্তিদার। এবার ভোট প্রচারে কাকলি ঘোষদস্তিদারকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে গেছেন বারাসতের বিজেপি প্রার্থী জাদুকর পিসি সরকার। তিনি বলেন, উনি গাইনোকোলজিস্ট, তাই পুরুষদের কথা বুঝবেন না। আমি মনোবিজ্ঞানী তাই পাগলের চিকিৎসা করি। উনি যদি পাগল হন তা হলে আমার কাছে নিয়ে এলে আমি চিকিৎসা করতে পারি। এই সব মন্তব্য করায় পিসি সরকরের বিরুদ্ধে শো কজ নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু যাদুকরের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন। আর তাই তার বিরুদ্ধে বারাসাত থানায় এফআইআর দায়ের করেছেন উত্তর ২৪ পরগণার জেলাশাসক সঞ্জয় বনশাল। পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করা হল। পিসি সরকার অবশ্য বলেছেন, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। এদিকে তৃণমূল কংগ্রেসের বীরভুম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের বিরুদ্ধেও উস্কানিমূলক বক্তব্য দেয়ার জন্য এফআইঅর দায়ের করা হয়েছে। নির্বাচনী প্রচারে সিপিআইএমকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেছিলেন, ওরা গেছো ইঁদুর। ওদের বিষ দিয়ে মেরে ফেলুন। গতকালই দিল্লিতে নির্বাচনী কমিশনের কাছে বাম প্রতিনিধিরা রাজ্যে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস ও উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ জানিয়েছে।