1বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গ্রেফতার তানভীর রহমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীপক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ খোরসেদুল আলম ও সহকারি অ্যাটর্নি জেনারেল এম মাসুদ আলম চৌধুরী।

এম মাসুদ আলম চৌধুরী সাংবাদিকদের জানান, মামলাটি তদন্তাধীন থাকায় জামিনের বিরোধিতা করা হলে আদালত তা মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পূর্বরাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

হত্যারহস্যের কিনারা করতে না পারায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ই এপ্রিল মামলাটি পুলিশ থেকে র্যা বে স্থানান্তর করা হয়।

ইতিমধ্যে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় তানভীরসহ বেশ কয়েকজনকে আটক করেছে। তবে গত ২৫ মাসেও এই হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উন্মোচনে ব্যর্থ হয়েছে র্যা ব ও আইন শৃঙ্খলা বাহিনী।