1বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুজয় কুমার কুন্ডু ও রোকনুজ্জামান। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাদের পাট গুদাম এলাকা থেকে আটক করা হয়। ময়মনসিংহ কোতয়ালী থানার ওসি গোলাম সারওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সায়াদের বন্ধুরা অভিযোগ করেন, সোমবার রাতে সুজয় ও রোকনুজ্জামানের নেতৃত্বে সায়াদ ইবনে মমতাজকে বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে আটকে রেখে নির্যাতন করে ছাত্রলীগের কর্মীরা। মঙ্গলবার সকালে ময়মনসিংহ শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে। তবে ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগ কর্মী রেজা ও স্বপনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নেয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে ছাত্র হত্যার অভিযোগে ফিশারিজ অনুষদ থেকে সুজয় ও রোকনুজ্জামানকে বহিস্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।