1সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় আরেফিন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় অজ্ঞান হয়ে পড়ে আরো ৪ জন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম  দৈনিক বার্তাকে বলেন, ‘শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। অসুস্থ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।’

ঘটনাস্থলে থাকা ইয়ার্ডের মালিক কামাল উদ্দিনের ছোট ভাই গিয়াস উদ্দিন দৈনিক বার্তাকে বলেন, ‘কাটার জন্য পুরনো একটি জাহাজ শিপ ব্রেকিং ইয়ার্ডে রাখা হয়। পুরনো ইলেকট্রিক মালামাল ক্রয় করার জন্য বৃহস্পতিবার দুপুরে ৮ জনের একটি ব্যবসায়ী দল জাহাজটিতে উঠেন। তারা নিজ থেকে সেখানে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা কার্বন-ডাই-অক্সাইডের বোতলের চিপ খুলেন। এসময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই অজ্ঞান হয়ে জাহাজে লুটিয়ে পড়েন। তাদের উদ্ধার করে নগরীর অক্সিজেন আল আমিন বেসরকারি ক্লিনিকে নেয়া হয়েছে।’