1কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ব্যাটালিয়নে (ব্যানব্যাট-১/১৫) কর্মরত সৈনিক মোহাম্মদ আবদুল মতিন মারা গেছেন।কঙ্গোতে বাংলাদেশি সেনার মৃত্যু

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঙ্গোর স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মতিনের (৩২) মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, মতিন ১৯৯৯ সালের ৭ মে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং গত বছরের ২৯ অক্টোবর ব্যানব্যাট-১/১৫ এর সঙ্গে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান।

আবদুল মতিনের অকালমৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে বলেও এতে বলা হয়েছে।