1জিয়াউর রহমানকে প্রথম প্রেসিডেন্ট বলে বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি করেছে ১৪দল। আজ ১৪ দলের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম  বলেন, বিএনপি ও জামায়াত দেশকে অস্থিতিশীল করার নতুন করে ষড়যন্ত্র করছে। তারা আবারো অবৈধ সরকারকে ক্ষমতায় আনার পাঁয়তারা করছে। তিনি বলেন, বিএনপি ও জামায়াতের অপতৎপরতা রোধে ১৪ দল দেশব্যাপী তিনদিনের কর্মসূচি হাতে নিয়েছে। আগামি ২৮, ২৯ এবং ৩০ এপ্রিল আলাদাভাবে দেশের বিভিন্ন স্থানে জনসমাবেশ করা হবে। জিয়াউর রহমানকে দেশের প্রথম প্রেসিডেন্ট দাবি করায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর সমালোচনা করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি জানান নাসিম। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।