1প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অমূলক। এসব অপপ্রচার ছাড়া কিছুই নয় বলে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা নিয়ে কোথাও কোন বিশৃঙ্খলা নেই। সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে।
আমাদের গত পাঁচ বছরে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এবারও সে আশঙ্কা নেই। শিক্ষার্থীদের বিভ্রান্ত করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই কেউ কেউ প্রশ্নপত্র ফাঁসের অপপ্রচার চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় পাওয়া কথিত প্রশ্নপত্র আর আজকের প্রশ্নপত্র মিলিয়ে দেখুন। কোথাও কোনো মিল নেই। এসব একটি চক্রের কাজ।