1জামালপুরের বকশীগঞ্জে ৪৮ বোতল ফেন্সিডিলসহ সেনাবাহিনীর এক মেজরকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে রৌমারী-ঢাকা মহসড়কের কামালপুর নামক স্থান থেকে তাকে আটক করে। আটক মেজরের নাম ইমতিয়াজ নাসিম। তিনি ময়মনসিংহের চিকিৎসক ডা. ভুইয়া এন ইসলাম এর ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত এবং ব্যক্তিগত পরিচয় নং- বি.এ-৪১৩২। এ সময় তার আরও দুই সঙ্গীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মৃত নুরুল ইসলামের পুত্র মামুন ও ময়মনসিংহ সদরে ৫২ ছোট বাজার এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আবু সাইদ। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম খানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রাত ১টার দিকে কামালপুর নামক স্থানে পুলিশ প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-৪৯৫৮) থামিয়ে তল্লাশীকালে একটি শপিং ব্যাগে ৪৮ বোতল মাদক পাওয়া যায়। পরে মেজরসহ তিনজনকেই আটক করে বকশীগঞ্জ থানায় নেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল সেনানিবাসের সদস্যরা তাকে নিয়ে যান। মেজর নাসিম বর্তমানে ছুটিতে রয়েছেন।