1

স্বাধীনতার পর বর্তমান সময়ে বিচার বিভাগের স্বাধীনতা বড় সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতসহ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় নতুন করে শপথ নিয়ে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে।

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক প্রতীকী অনশনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া অভিযোগ গঠনের প্রতিবাদে এই প্রতীকী অনশনের আয়োজন করা হয়। সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকে সামরিক সরকারসহ যত সরকারই ক্ষমতায় এসেছে, তারা আর যাই করুক না কেন, মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগে স্বাধীনতা এভাবে খর্ব করেনি। মানুষ সঠিক বিচার পেয়েছে। কিন্তু খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, বর্তমান সময়ে আমাদের বিচার বিভাগ সম্পর্কে মানুষের মনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।’ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সব আইনজীবীকে দলমত নির্বিশেষে নতুন দিনের শপথ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রতীকী অনশন কর্মসূচিতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অফজাল এইচ খান, ফাহিমা নাসরিন মুনি্নসহ বিএনপি সমর্থিত শতাধিক আইনজীবী অনশনে যোগ দেন। গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ আটজনের বিরুদ্ধে ঢাকার ৩ নম্বর আদালতের বিচারক বাসুদেব রায় চার্জ গঠনের আদেশ দেন। অভিযোগ গঠনের এ আদেশকে বেআইনি বলে আন্দোলন করে আসছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এরই অংশ হিসেবে গতকাল সংগঠনটি সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। এর আগে ৩০ মার্চ সুপ্রিমকোর্টসহ সারা দেশের সব বারে কালো পতাকা মিছিল ও ৩ এপ্রিল প্রতীকী অনশনের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপি সমর্থক আইনজীবীরা।