1পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফ অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। মোশাররফের গাড়িবহর একটি এলাকা দিয়ে অতিক্রমের সামান্য আগে সেখানে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে। গত জানুয়ারি মাস থেকে যে সামরিক হাসপাতালে মোশাররফের নিয়মিত স্বাস্থ্য-পরীক্ষা ও চিকিৎসা করানো হচ্ছে, সেখান থেকে বাড়িতে ফেরার রাস্তায় বোমাটি পেতে রাখা হয়েছিল। সিনিয়র পুলিশ কর্মকর্তা লিয়াকত নিয়াজি বলেন, একটি সেতুর তলার পাইপলাইনে রাখা ৪ কেজি ওজনের একটি বিস্ফোরক ডিভাইস প্রায় ২০ মিনিট আগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রাথমিকভাবে জানা গেছে, সাবেক প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যেই ওই বোমাটি সেতুর নিচে স্থাপন করা হয়েছিল। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু এখন পর্যন্ত জানা যায়নি। কারা এ হামলার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে। এদিকে স্বেচ্ছা-নির্বাসন থেকে পাকিস্তানে ফেরার পর মোশাররফ একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি পাকিস্তানের একটি বিশেষ আদালত সাবেক এ সেনা শাসককে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে। একই সঙ্গে তিনি সৌদি আরব যাওয়ার অনুমতি পেতে পারেন বলেও জল্পনা-কল্পনা চলছে। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।