1যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে এক বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। ওই বন্দুকধারীও নিজের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। সেনা কর্মকর্তারা জানিয়েছেন সন্দেহভাজন হামলাকারীর নাম জানা গেলেও তার নিকটাত্মীয়দের এখনও বিষয়টি জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ৩৪ বছর বয়সী বন্দুকধারী ওই সেনা সদস্যের না ইভান লোপেজ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে হামলার ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামা অত্যন্ত মর্মাহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মার্ক মিলে বলেছেন, এ হামলার পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসূত্রের কোন ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সে আশঙ্কাও নাকচ করা হচ্ছে না। জেনারেল মার্ক বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তি ইরাকে দায়িত্ব পালন করেছিলেন। তিনি মানসিক চাপজনিত জটিল কোন সমস্যায় ভুগছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বন্দুকধারী ব্যক্তি হতাশা ও উদ্বেগে ভুগছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। ওবামা তার বিবৃতিতে বলেছেন, স্বাধীনতার জন্য বহু কিছু বিসর্জন দিয়েছে ফোর্ট হুড। দেশের প্রতি হতাহত সেনা সদস্যদের আত্মত্যাগের উদাহরণ টেনে তিনি বলেন, অবশ্যই আমাদের ভাবনা ও প্রার্থনা রয়েছে পুরো সেনা সম্প্রদায়ের প্রতি। এ হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল এ বন্দুক হামলার ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে আখ্যায়িত করেছেন। ২০০৯ সালে একই ঘাঁটিতে বন্দুক হামলায় ১৩ সেনা সদস্য নিহত ও ৩২ জন আহত হয়েছিলেন। ওই হামলার ঘটনায় মাজ নিদাল হাসান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।