2আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের একদিন আগে গুলিবিদ্ধ হয়ে একজন পশ্চিমা নারী সাংবাদিক নিহত এবং তারই আরেকজন নারী সহকর্মী আহত হয়েছেন।

আহত ক্যানাডার সংবাদিক আশঙ্কামুক্ত বলে বলা হচ্ছে।

পাকিস্তান সীমান্তের কাছে খোস্ত শহরে এই হামলার ঘটনা ঘটেছে।

দুই সাংবাদিক- জার্মান ফটোগ্রাফার – আনিয়া নিডারিংহাওস্‌ এবং ক্যানাডীয় রিপোর্টার ক্যাথি গ্যানন পাকিস্তান সীমান্তের কাছে খোস্ত প্রদেশে যেসব নির্বাচনকর্মী ব্যালটপেপার পৌঁছে দিতে গিয়েছিলেন তাদের সঙ্গে ছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী বলছেন একটি নিরাপত্তা দপ্তরের চৌহদ্দির ভেতরে ঢুকে পুলিশ ইউনিটের একজন অধিনায়ক তাদের ওপর গুলি চালায়।

ওই পুলিশ কর্মকর্তা আত্মসমর্পন করার পর তাকে পুলিশী হেফাজতে রাখা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুই সাংবাদিক খোস্তে ব্যালট নিয়ে যাওয়া নির্বাচন কর্মীদের সঙ্গে ভ্রমণ করছিলেন

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন ঘটনা সম্পর্কে নিরপেক্ষ তদন্ত করা হবে।

আগামীকাল প্রেসিডেন্ট নির্বাচনের একদিন আগে এই ঘটনা ঘটল যখন ইতিমধ্যেই তালেবানের দিক থেকে সহিংসতার হুমকি মোকাবেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খোস্ত পাকিস্তানের ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী প্রদেশ এবং সেখানে পাকিস্তান ভিত্তিক হাক্কানি নেটওয়ার্কের ব্যাপক প্রভাব রয়েছে।

অন্যদিকে নির্বাচনের সব প্রস্তুতি বানচাল করার জন্য তালেবানও সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের হামলা বাড়িয়েছে।

বিবিসির আফগানিস্তান সংবাদদাতা ডেভিড লয়েন বলছেন নির্বাচনকে সুরক্ষিত করতে তালেবান শাসনের পতন ঘটার পর থেকে সবচেয়ে ব্যাপক সামরিক তৎপরতা নেওয়া হয়েছে।

হামলা ঠেকাতে দেশ জুড়ে প্রায় দু লাখ সেনা মোতায়েন করা হয়েছে এবং ভোটকেন্দ্রগুলোর চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।