1
‘প্রয়োজনে ট্যাক্সি ভাড়া পুন:র্নির্ধারণ করা হবে’

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ প্রত্যাহার করলে ট্যাক্সি ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।’

আজ শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, অতীতে যেসব ট্যাক্সি ক্যাব রাস্তায় নেমেছে তা ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে। এখন সেগুলোর দিকে তাকানোও যায় না। যাত্রীদের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যেসব শর্ত দিয়েছিলাম সেগুলো মেনে কোনো কোম্পানি আগ্রহ প্রকাশ করে না ট্যাক্সি ক্যাব আনতে।

তিনি আরও বলেন, আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট এবং তমা পরিবহন জাপান থেকে মানসম্মত গাড়ি আমদানি করেছে। সেনা পরিচালিত ট্যাক্সিগুলো প্রাক্তন সেনারা চালাবেন, ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়াও ট্যাক্সিগুলো ট্রাকিং সিস্টেমের আওতায় থাকবে, পথে কোনো ধরনের অসুবিধা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এ বিষয়গুলো বিবেচনা করে ভাড়া কিছুটা বেশি নির্ধারণ করা হয়েছে, তবে জনগণ প্রত্যাহার করলে ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।