1উদ্ভট শোনালেও সত্যি, পাকিস্তানের লাহোরে ৯ মাস বয়সী এক দুধের শিশুর বিরুদ্ধে পুলিশের একটি দলের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দলের সদস্যদের ওপর হামলার অভিযোগে ৯ মাস বয়সী শিশু মুসাকে এরই মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের শুনানিতে উপস্থিত হতে হয়েছে। বিচারক রাফাকাত আলি আগামী ১২ই এপ্রিল পর্যন্ত শিশুটির জামিন মঞ্জুর করেছেন। আরও উদ্ভট ব্যাপার হলো, ওই বিচারক পুলিশকে শিশুটির জবানবন্দি রেকর্ডের নির্দেশ দিয়েছেন। মুসার সঙ্গে তার পিতার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। পুত্রের সঙ্গে তিনিও শুনানিতে হাজির হয়েছিলেন। অভিযোগে বলা হয়েছে, লাহোরের মুসলিম টাউন অঞ্চলে পুলিশের একটি দল অভিযান পরিচালনার সময় তাদের হত্যার চেষ্টা করেছিল ৯ মাসের শিশু ও তার পিতা। সে কারণে তাদের গ্রেপ্তার করা হয়। এখানেই শেষ নয়। আবারও মুসাকে শুনানির জন্য আদালতে হাজির কর হবে। পিতা-পুত্রের পক্ষের আইনজীবী এ তথ্য দিয়ে জানিয়েছেন, পুলিশ শিশুটিকে নিরপরাধ ঘোষণা করলে, তার জামিনটি নিশ্চিত হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এদিকে পুলিশের সিনিয়র সুপারিন্টেনডেন্ট রানা জব্বার বলেছেন, পুলিশের একটি ভুল বোঝাবুঝিতেই শিশুটিকে মামলায় জড়িয়ে ফেলা হয়েছে। রানা জানান, শিশুটির বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনায় সাব-ইন্সপেক্টর কাশিফ আহমেদকে তিনি সাময়িকভাবে বরখাস্ত করেছেন। মুসার পিতা জানান, পুলিশ তাদের বিরুদ্ধে এবং আরও ২৫ জনের বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করেছে। আর, কারণটা শুনলে আরও অবাক হতে হয়। তিনি জানান, আমাদের অপরাধ যে আমরা আমাদের এলাকায় কোন বৈদ্যুতিক সংযোগ না থাকার ব্যাপারে প্রতিবাদ করেছিলাম।