2দৈনিক বার্তা: দক্ষিণ ভারত মহাসাগরে ব্লাক বক্স থেকে আসা সিগন্যালের মতো সিগন্যাল পেয়েছে চীনের একটি জাহাজ। এ জাহাজটি মালয়েশিয়ার বিমানটি নিখোঁজ হওয়ার পর সমন্বিত উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। চীন দাবি করেছে তাদের জাহাজ সাইসুন-০১ ওই সিগন্যাল পেয়েছে। প্রতি সেকেন্ডে এর কম্পন ছিল ৩৭.৫ হার্টজ।  নিখোঁজ বিমানের ব্লাক বক্সের সিগন্যালের সমান এই কম্পনাংক। ফলে অনেকেই ধারণা করছেন, ওই সিগন্যাল আসছে নিখোঁজ বিমানের ব্লাক বক্স থেকে। চীনের সরকারি একটি সংবাদ সংস্থা বলেছে, ওই জাহাজে একটি ব্লাক বক্স চিহ্নিতকারী যন্ত্র ছিল। তাতেই আজ ধরা পড়ে ওই সিগন্যাল। যদি এই তথ্য সত্যি হয় এবং তা নিখোঁজ বিমান বোয়িং-৭৭৭ এর হয় তাহলে তা নানা প্রশ্নের উত্তর দিতে পারে। গত ৮ই মার্চ এমএইচ ৩৭০ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের উদ্দেশে যাওয়ার পথে নিখোঁজ হয়। তারপর থেকে বিশ্বের সবচেয়ে বড় বড় প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান করা হচ্ছে। কিন্তু রহস্যের কোনই কুল কিনারা হচ্ছে না।