2দৈনিক বার্তা: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারোপাহাড়ের সীমান্ত এলাকা গুলোতে বোরো ধান না পাকতেই পুরো সীমান্ত এলাকা জুড়ে প্রতিদিন শুরু হয়েছে দল বেঁধে বন্য হাতির আনাগোনা।  এলাকাবাসীর সূত্রে জানা গেছে, খাবারের সন্ধানে যে কোনো সময় লোকালয়ে ঢুকতে পারে প্রায় ৫০টির বেশি বন্যহাতির দল। তাই সীমান্ত এলাকা এলাকাবাসীর মাঝে হাতি আতংক বিরাজ করছে। উপজেলার সীমান্তের কোলঘেষা গ্রাম দাওধারা, বুরুঙ্গা-কালাপানি, খলচান্দা, বাতকুচি, পানিহাটা-তারানিসহ পুরো পাহাড়ী এলাকায় হাতির আনাগোনা বেড়েছে। আতংকগ্রস্থ গ্রামবাসীরা ঢাক-ঢোল পিটিয়ে, মশাল জ্বালিয়ে, আর নানা রকম ভয়-ভীতি দেখিয়ে নির্ঘূম দিন-রাত পার করছেন সীমান্ত এলাকার মানুষ। কালাপানি গ্রামের গারো আদিবাসী পিদালিশ সাংমা (৪৫) জানান, প্রতিবছর বোরোধান ও কাঠাঁলের মৌসুম এলেই বন্যহাতির দল তান্ডব চালিয়ে ক্ষেতের ফসল, গাছের কাঠাঁল খেয়ে সাবার করে দেয়। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন মশাল দিয়ে হাতি তাড়াতে সরকারিভাবে কেরোসিন তেল পাননি তারা। বর্তমানে বন্যহাতির দল নালিতাবাড়ীর গারোপাহাড়ে অবস্থান করছে।