2দৈনিক বার্তা: বগুড়ার শিবগঞ্জের মহাস্থান মাঝিপাড়া এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে শনিবার সকালে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেলে দুই যাত্রী নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতরা হলেনÑনিলফামারীর জলঢাকার মকবুল হোসেনের ছেলে রাজ্জাকুল ইসলাম (২৭) ও একই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে রমজান আলী (২১)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রোমান পরিবহনের একটি বাস নিলফামারীর দিকে যাচ্ছিল। ছাদে ও ভিতরে অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শিবগঞ্জের মহাস্থানের মাঝিপাড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি মহাসড়কের উপর উল্টে পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে যাত্রী রাজ্জাকুল ও হাসপাতালে নেবার পথে রমজান মারা যানয়। আহত ২৫ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের (পশ্চিমাঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।