1বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন বিলুপ্তপ্রায়। জনগণের মৌলিক অধিকার, আইনের শাসন ও ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে আনতে তীব্র আন্দোলনের প্রয়োজন।

আজ সোমবার দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ বিবৃতি দেন তিনি।

সালাহ উদ্দিন আহমেদ বিবৃতিতে বলেন, সরকারের নির্মম এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী সোচ্চার। তাই সরকার আরো বেপরোয়া ও উন্মত্ত হয়ে উঠেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল এর জামিন বাতিল এবং তাকে কারাগারে নিক্ষেপের ঘটনা সরকারের সীমাহীন ফ্যাসিবাদী চরিত্রের জঘন্য দৃষ্টান্ত।