1দৈনিক বার্তা: ‘সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি’ বলে বক্তব্য দেয়ায় অবমাননার অভিযোগে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ তিনজনকে তলব করেছে হাইকোর্ট। তাদেরকে আগামী ২০শে এপ্রিল হাইকোর্টে হলফনামা আকারে বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। গয়েশ্বর ছাড়া অন্য দু’জন হচ্ছেন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. আজিজুল হক ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না এ মর্মে রুলও জারি করা হয়েছে। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ড্যাব আয়োজিত মানববন্ধনে  গয়েশ্বর বলেছিলেন, জজ কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট- সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি। এই পকেট ছিঁড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না, বিচারকদের বিবেক জাগ্রত হবে না।