1

দৈনিক বার্তা: কক্সবাজারের চকরিয়ায় হিন্দুপাড়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে ২৮ কেজি স্বর্ণের বার  এবং নগদ ১১ লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হিন্দুপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী এ স্বর্ণ উদ্ধার করে। এ সময় আটক করা হয়েছে তিনজনকে। আটকৃতরা হলেন, নন্দরাম ধর, তার দুই পুত্র পলাশ ধর এবং সুমন ধর।এদিকে স্বর্ণের অভিযান নিয়ে কক্সবাজার ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনার পর জেলার সব জুয়লারী ও স্বর্নকারের দোকান বন্ধ করে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা।এদিকে সকালে শাহ আমানত বিমান বন্দর থেকে ৬ কেজি ওজনের ৫৩টি স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চট্টগ্রামে আসলে আনিস নামে এক যাত্রীর কাছ থেকে এ স্বর্ণের বারগুলো আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক স্বর্ণের দাম ৪৫ লাখ টাকা।
এদিকে অভিযানের নেতৃত্বদানকারী কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান চালানো হয়। এ সময় প্যাকেট মোড়ানো অবস্থায়  ২৮ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণগুলো চকরিয়া থানা হেফাজতে রয়েছে।১৭ বিজিবি কমাণ্ডার লে. কর্ণেল সাইফুল ইসলাম ও চকরিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফরহাদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।