1দৈনিক বার্তা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের বেধড়ক পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ কর্মীরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশারফ হোসেন হলে এ মারধরের ঘটনায় আহত হয়েছে বায়োকেমেষ্ট্রি বিভাগের আলমগীর, ইয়াসির ও মাসুদ। তাদেরকে রাতেই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। জানা যায়, অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী জাবেদ সজল তার সহপাঠী ও  বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী আলমগীর, ইয়াসির ও মাসুদকে রাত বারটার দিকে তার রুমে ডেকে পাঠান। এসময় এক অসুস্থ ব্যক্তিতে সহায়তা করার জন্য হলের রুমে রুমে টাকা তুলতে হবে বলে তাদের জানানো হয়। কিন্তু ওই শিক্ষার্থীরা তাৎক্ষনিকভাবে না যাওয়ায় ১০১/এ কক্ষে গিয়ে সজলের নেতৃত্বে আমিনুল (৪২তম ব্যাচ গণিত), ইমরান, রবিউল ও জামিল (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) তাদের উপর চড়াও হয় তারা। ক্রিকেট ব্যাট দিয়ে কারও মাথায় ও কারও পায়ে, হাতে বেধড়ক পেটায় তারা। এতে আলমগীরের হাতে গুরুতর জখম হয়েছে। অভিযোগ পাওয়া গেছে সজল প্রায়ই রাজনৈতিক প্রভাব খাটিয়ে সহপাঠিদের সাথে দ্যুর্ববহার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, সহপাঠি নয় যেন সিনিয়র বড় ভাই, তার কাছ থেকে এমন আচারণ অপ্রত্যাশিত ও দু:খজনক। পরে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেয়া শেষে হলে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জাবেদ সজল বলেন, আমি কাউকে আঘাত করিনি। আমাদের বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছিল। তবে ছাত্রলীগের হল সভাপতি ও সেক্রেটারি আমাদের ডেকে তা মিমাংসা করে দিয়েছেন। ঘটনার বিষয়ে প্রক্টর তপন কুমার সাহা বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে।