3দৈনিক বার্তা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতা রুস্তম আলী অাকন্দের হত্যার প্রতিবাদে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট ২৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে রাবি ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে শর্ত সাপেক্ষে ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন।
তৌহিদ আল তুহিন সংবাদ সম্মেলনে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পরিপেক্ষিতে রাবি শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন ও রুস্তম আলীর হত্যাকরীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণসহ ৬ দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে রাবির শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রুস্তম আলী আকন্দ হলের নিজ কক্ষে (২৩০) গুলিবিদ্ধ হন। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রশিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করে ছাত্রলীগ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতা রুস্তম আলী অাকন্দের হত্যার প্রতিবাদে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট ২৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে রাবি ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে শর্ত সাপেক্ষে ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন।
তৌহিদ আল তুহিন সংবাদ সম্মেলনে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পরিপেক্ষিতে রাবি শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন ও রুস্তম আলীর হত্যাকরীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণসহ ৬ দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে রাবির শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রুস্তম আলী আকন্দ হলের নিজ কক্ষে (২৩০) গুলিবিদ্ধ হন। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রশিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করে ছাত্রলীগ। – See more at: http://www.jugantor.com/current-news/2014/04/08/86094#sthash.bdnyFfoq.dpuf