3দৈনিক বার্তা:  রাজধানীতে দিনেদুপুরে দুজনকে গুলি করে থেকে দশ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে মিরপুরের আল হেলাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- বিকাশের এজেন্ট কালাম মোল্লা ও প্রাইভেট কার চালক কবির হোসেন।
কালামের চাচাত ভাই সাইফুল মোল্লা জানান, দুপুর ১টার দিকে কালাম মোটরসাইকেলযোগে মিরপুর রোকেয়া স্মরণীর ব্রাক ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে আল হেলাল হাসপাতালের সামনে দুটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। ছিনতাইকারীরা কালামের সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ উদ্দেশ্যে তারা কয়েক রাউন্ড গুলিও চালায়। এ সময় কালামের শরীরে কয়েকটি ‍গুলি লাগে। ছিনতাইকারীদের ছোড়া গুলিতে গাড়িচালক কবির হোসেনও আহত হন।
এ সময় স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা আরও কয়েক রাউন্ড গুলি চালিয়ে কালামের সঙ্গে থাকা টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।