3দৈনিক বার্তা:  পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে। সড়ক-মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ পরিবহণ ধর্মঘট শুরু হয়।
পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতিসহ ঠাকুরগাঁও জেলার পরিবহন সংগঠন গত রোববার এক যৌথ সভায় এ ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের কারণে দুই জেলা থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। একই সঙ্গে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের যান চলাচল। এতে সাধারণ যাত্রী ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহামুদ বলেন, প্রশাসনকে এসব দাবির বিষয়ে বারবার অবগত করা হলেও সংকট নিরসন না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন জানান, একই দাবিতে ঠাকুরগাঁও জেলায়ও সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে