2দৈনিক বার্তা: একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের জাতীয় সঙ্গীত গাওয়ার বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ।

মঙ্গলবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়েছেে, একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের জাতীয় সঙ্গীত গাওয়ার রেকর্ডটি এখন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিকারে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২ লাখ ৫৪ হাজার ৫৩৭ মানুষ একত্রে জাতীয় সঙ্গীত গেয়ে এ রেকর্ড গড়েছে।
লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।