4দৈনিক বার্তা: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরধরে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭জন। নিহত কৃষক দুদু মিয়া (৬২) উপজেলার মনসুর নগর ইউনিয়নের বাউড়ামাড়ি গ্রামের মৃত চান্দুল্লা মন্ডলের ছেলে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আজ সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এরা হলেন, মনসুরনগর ইউনিয়নের সালগ্রামের মৃত আব্দুর রহমান মুন্সীর ছেলে আব্দুল বাছেত ওরফে দুলাল মাওলানা (৫৭), একই এলাকার আব্দুল মজিদের ছেলে আবুল কালাম (৫২) ও উত্তর সালাল গ্রামের শুকুর সুতারের ছেলে শাহজালাল (৫৭)। থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবদুুল জলিল জানান, মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে চরগিরিশ ইউনিয়নের মাতব্বর কৃষক দুদু মিয়া এবং মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুদু মিয়া, মাতব্বর মুছা, আনোয়ার হোসেনের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জেরধরে মঙ্গলবার বিকেলে কৃষক দুদু মিয়া লোকজন নিয়ে নিয়ে বিবাদমান জমির পরিচর্যা করতে যায়। এতে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ৭ থেকে ৮ জন আহত হন। আশংকাজনক অবস্থায় নদীপথে নৌকায় করে হাসপাতালে নেয়ার পথে রাত ৭টার দিকে নৌকাতেই কৃষক দুদু মিয়ার মৃত্যু হয়। আহতদের মধ্যে আবদুুল গনিকে (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং জুয়েল রানাকে (২৬) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ৩জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।