4দৈনিক বার্তা:  লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বুধবার উত্তর-পূর্বাঞ্চলের চারটি রাজ্যে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দিন অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের দু’টি করে আসনে  এবং মণিপুর ও নাগাল্যান্ডের একটি করে আসনে ভোট চলছে। সব মিলিয়ে এই ৬টি কেন্দ্রে ভোটারের সংখ্যা প্রায় ১২ লাখ। কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ।

অরুণাচল প্রদেশে লোকসভার পাশাপাশি এ দিন বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণও চলছে। ৬০ আসনের বিধানসভার মধ্যে ৪৯টি আসনে নির্বাচন হচ্ছে। বাকি ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন। এই জয়ী প্রার্থীদের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাবাম টুকিও রয়েছেন।

নাগাল্যান্ডের একটি মাত্র লোকসভা কেন্দ্রের লড়াইয়ে ৩ জন প্রার্থী রয়েছেন। নাগা পিপলস্ ফ্রন্ট পার্টি-র নেইফিউ রিও, কংগ্রেসের কে ভি পুসা এবং সোস্যালিস্ট দলের আখেও আচুমি। রিও বর্তমানে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী।


মেঘালয়ে ভোট দিয়ে বেরিয়ে। ছবি: পিটিআই।

মণিপুরে কংগ্রেস, বিজেপি, তৃণমূল, এনপিএফ, এনসিপি, জেডি(ইউ)-এর পাশাপাশি প্রার্থী দিয়েছে আম আদমি পার্টিও।

মিজোরামের একটি আসনে এ দিন নির্বাচন হওয়ার কথা থাকলেও রাজ্যে বেশ কয়েকটি সংগঠন বনধ ডাকায় মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্দেশে ওই ভোট ১১ এপ্রিল অবধি পিছিয়ে দেওয়া হয়েছে।