2দৈনিক বার্তা: ভিসা জালিয়াতির অভিযোগে সরকারের ৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ওই ৩ কর্মকর্তা ভুয়া আমন্ত্রণপত্র দেখিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা চেয়েছিলেন। দূতাবাস কর্তৃপক্ষ তাদের আবেদন পর্যালোচনা করে জালিয়াতির বিষয়টি চিহ্নিত করে। পরে সরকারের কাছে শাস্তিমূলক ব্যবস্থার অনুরোধ জানায়। অভিযুক্ত ওই ৩ কর্মকর্তা হলেন- ডাক ও  টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুল আলম, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সদস্য (প্রশাসন) এম শাহ নেয়াজ এবং বিটিআরসি-এর পরিচালক এম  শাহাবউদ্দিন। একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানা যায়নি।