4দৈনিক বার্তা: ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী আক্রমণাত্মক মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। মোদি তার প্রকৃত চেহারা গোপন রেখেছেন বলে মন্তব্য করেছেন সোনিয়া। কোলার অঞ্চলে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেয়ার সময় মোদির নাম উচ্চারণ না করেই সোনিয়া বলেন, সারা দেশে বিশাল আকৃতির পোস্টার লাগানো হয়েছে এক ব্যক্তির প্রকৃত চেহারা লুকিয়ে রাখার জন্য। তিনি বলেন, মুখোশের আড়ালে তার সত্যিকার চেহারা লুকিয়ে রাখা হয়েছে। গুজরাটকে উন্নয়নের মডেল হিসেবে উপস্থাপন করার কারণেও ক্ষেপেছেন সোনিয়া। তিনি বলেছেন, গুজরাটকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন অন্য কোন রাজ্যে কোনদিন কোন কাজই হয়নি। গুজরাটের নারী ও শিশুদের পুষ্টিহীনতায় ভোগার বিষয়টি তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিজেপি’র শাসনামলেই গুজরাটে নারীর ব্যক্তিগত জীবনে অনধিকার হস্তক্ষেপ করা হয়েছিল বলে মন্তব্য করেন সোনিয়া গান্ধী।