2দৈনিক বার্তা: হাসি, ঠাট্টা আর আড্ডায় জীবনের একটি বড় অংশ তিনি কাটিয়েছেন এখানে। জাতীয় প্রেস ক্লাব ক্রমশ পরিণত হয়েছিল তার দ্বিতীয় বাড়িতে। কোন পন্থী ছিলেন না তিনি। সবপন্থী সাংবাদিকদের এক প্রিয় নাম মূসা ভাই। সেই এবিএম মূসার নিথর দেহ শেষবারের মতো নিয়ে যাওয়া হয়েছে প্রেস ক্লাবে। সাংবাদিক আর নানা শ্রেনী-পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন তার প্রতি। জোহর নামাজের শেষে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাযা। এরপর তাকে নিয়ে যাওয়া হবে ফেনীর গ্রামের বাড়িতে। সেখানেই দাফন হবে এ বরণ্য সাংবাদিকের। বুধবার দুপুরে নশ্বর পৃথিবীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবিএম মূসার। ল্যাব এইড হাসপাতালে মারা যান বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের এ বাতিঘর।