4দৈনিক বার্তা: ‘হাওয়া ভবনের কর্ণধার হিসেবে জনগণ হাওয়ার মতোই তারেককে ভুলে গেছে। তাই এখন মিথ্যাচার করে মিডিয়ার আলোচনায় আসতে চান। এ ধরনের রাষ্ট্রদ্রোহিতা সুখকর হবে না’ বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে প্রায়শই বাংলাদেশের বিদ্যমান স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য রাখেন। মীমাংসিত সত্য নিয়ে বির্তক সৃষ্টির অপপ্রয়াস চালান। এগুলো অর্বাচীনের ন্যায় দানবিক দাম্ভিকতা,ঔদ্ধত্য ও ধৃষ্ঠতা পূর্ণ আচরণ। মূর্খতার গ্লানি ও অশিক্ষার অভিশাপ থেকে এক ধরনের বিকারগ্রস্ত কথাবার্তা।’

তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘যদি সৎসাহস থাকে তবে দেশে ফিরে আসুন। নিজের বিরুদ্ধে দুর্নীতি, লুণ্ঠন ও অর্থপাচার মামলাগুলো মোকাবেলা করুন। আদালতে আত্মসর্মপণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করে পরে কথা বলুন।’