1গ্রাম-গাঁয়ের ইউনিয়ন পর্যায়ের হাট-বাজারও সরকার ইন্টারনেট সুবিধা ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে। আর লঞ্চঘাট, বাস স্টেশনসহ, শিক্ষা প্রতিষ্ঠানেও থাকবে এ সুবিধা। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ‘ইনফো সরকার-৩: কী চাই’ শীর্ষক কর্মশালায় তিনি আরো বলেন,

‘ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্মেন্ট ফেজ-৩ প্রকল্পের আওতায় এই ওয়াইফাই হটস্পট তৈরি করা হবে। দেশের মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ লাখ ৩০ হাজার। এছাড়া ইউনিয়ন পর্যায়ে বাস স্টপ, লঞ্চঘাট আছে। এছাড়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র আছে। এসব জায়গায় ওয়াইফাই হটস্পট করা হবে। ‘ইনফো সরকার-৩’ প্রকল্পের জন্য ১৬০ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব তৈরি করা হয়েছে।