0013729e4abe0e6a68bb3cদৈনিক বার্তা / সিরাজগঞ্জ, ১৩ এপ্রিল, ২০১৪ : জেলার উল্লাপাড়ায় রোববার ভোর রাতে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত এবং অন্তত ৫০ জনের আহত হবার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ফলে উল্লাপাড়া হয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।  ভোররাত সোয়া চারটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে একতা ও লালমনি এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  সংঘর্ষে নিহতরা হলো নাটোর সদর উপজেলার হরিশপুর গ্রামের আলতাফ হোসেন (৩৫) ও লালমনিরহাটের আদিতমারি স্টেশন মাস্টার মজিবুর রহমান (৪৫)।

দিনাজপুর থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে দাড়িয়ে ছিল।  রোববার ভোররাত সোয়া চারটার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ওই স্টেশনে পৌছলে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বাধে।  এ ঘটনার ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি), উল্লাপাড়া থানা পুলিশ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, বগুড়া, শাহজাদপুর ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।  উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো, শামীম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।